হযরত ফাতিমা রা.একাডেমি। সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার কুবাজপুর গ্রামে সম্পূর্ণ কোলাহলমুক্ত একটি দ্বীনী শিক্ষা ক্যাম্পাস। প্রকৃতির মুক্ত হিমেল বাতাস আর চারদিকের সবুজাভ সমারোহে স্নিগ্ধ পরিবেশে অবস্থিত একটি দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান। ঐতিহ্যবাহী কুবাজপুর গ্রামের কিংবদন্তী পুরুষ বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী আলহাজ্ব মাওলানা আব্দুর রাজ্জাক সাহেব ২০২৩ সালে প্রতিষ্ঠিা করেন এই একাডেমি। তিনি ইসলাম শিক্ষা প্রচার ও প্রসারের জন্য তাহার নিজ বাড়ী ও জমির যায়গা একাডেমির নামে ওয়াকফ করে দিয়েছেন। তিনার ব্যাপক শ্রম, ইখলাস ও লিল্লাহিয়াতের মহিমায় একাডেমিটি প্রাথমিক ভাবে হিফজ ও নুরানী বিভাগ খোলা হয়। সহকারী পরিচালক হিসেবে দায়িত্ব অর্পিত হয় মাওলানা মুহিবুর রহমান ও ভারপ্রাপ্ত হিসেবে দায়িত্ব অর্পিত হয় হাফিজ মোহা: আবু তাহের’র হাতে। শক্ত হাতে হাল ধরে এগােতে থাকেন মাওলানা মুহিবুর ও হাফিজ আবু তাহের। তাঁদের নিপুণ পরিচালনা ও সাহসিক পদক্ষেপে একাডেমিটি নতুন উদ্যমে ইসলাম ও জাগতিক শিক্ষার সমন্বয়ে এগোতে শুরু করে। সর্বোপরি একাডেমির শিক্ষার মান, প্রবাদতুল্য বোর্ডিং ব্যবস্থা, পরিচ্ছন্ন পরিবেশ ও শৃঙ্খলা একাডেমিকে দিয়েছে বিশেষ খ্যাতি । কিছুদিনের বিস্তারিত...