হযরত ফাতিমা রা. একাডেমি কুবাজপুর | |
---|---|
হযরত ফাতিমা রা.একাডেমি। সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার কুবাজপুর গ্রামে সম্পূর্ণ কোলাহলমুক্ত একটি দ্বীনী শিক্ষা ক্যাম্পাস। প্রকৃতির মুক্ত হিমেল বাতাস আর চারদিকের সবুজাভ সমারোহে স্নিগ্ধ পরিবেশে অবস্থিত একটি দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান। ঐতিহ্যবাহী কুবাজপুর গ্রামের কিংবদন্তী পুরুষ বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী আলহাজ্ব মাওলানা আব্দুর রাজ্জাক সাহেব ২০২৩ সালে প্রতিষ্ঠিা করেন এই একাডেমি। তিনি ইসলাম শিক্ষা প্রচার ও প্রসারের জন্য তাহার নিজ বাড়ী ও জমির যায়গা একাডেমির নামে ওয়াকফ করে দিয়েছেন। তিনার ব্যাপক শ্রম, ইখলাস ও লিল্লাহিয়াতের মহিমায় একাডেমিটি প্রাথমিক ভাবে হিফজ ও নুরানী বিভাগ খোলা হয়। সহকারী পরিচালক হিসেবে দায়িত্ব অর্পিত হয় মাওলানা মুহিবুর রহমান ও ভারপ্রাপ্ত হিসেবে দায়িত্ব অর্পিত হয় হাফিজ মোহা: আবু তাহের’র হাতে। শক্ত হাতে হাল ধরে এগােতে থাকেন মাওলানা মুহিবুর ও হাফিজ আবু তাহের। তাঁদের নিপুণ পরিচালনা ও সাহসিক পদক্ষেপে একাডেমিটি নতুন উদ্যমে ইসলাম ও জাগতিক শিক্ষার সমন্বয়ে এগোতে শুরু করে। সর্বোপরি একাডেমির শিক্ষার মান, প্রবাদতুল্য বোর্ডিং ব্যবস্থা, পরিচ্ছন্ন পরিবেশ ও শৃঙ্খলা একাডেমিকে দিয়েছে বিশেষ খ্যাতি । লক্ষ ও উদ্যেশ্য সিলেবাস: কওমী মাদরাসা সমূহের সিলেবাসের সমন্বয়ে পাঠদান। জেনারেল শিক্ষা: আরবী শিক্ষার পাশাপাশি বাংলা, ইংরেজি, গণিত, ইতিহাস, অর্থনীতি, ইত্যাদি বিষয়ে শিক্ষার প্রতি বিশেষ গুরুত্ব দেওয়া হয়। পরীক্ষা পদ্ধতি ও মান যাচাই: মানোন্নয়ন ও মেধা যাচাইয়ের লক্ষ্যে সাপ্তাহিক ও মাসিক ক্লাস টেস্ট এবং বৎসরে সেমিস্টার পদ্ধতিতে তিনটি পরীক্ষা গ্রহণ । স্বাস্থ্যসম্মত বোর্ডিং ব্যবস্থা: শিক্ষার্থীদের থাকা-খাওয়ার জন্য উন্নতমানের আবাসন ও বোর্ডিং ব্যবস্থা । সংস্কৃতি চর্চার ব্যবস্থা: সাংস্কৃতিক ও বুদ্ধিবৃত্তিক বিষয়াদিতে সতর্কতা তৈরির লক্ষ্যে একাডেমির অভ্যন্তরে ‘আব্দুর রাজ্জাক ছাত্র সংসদ’ লক্ষণীয়ভাবে তৎপর। ছাত্রসংসদের আওতায় বক্তৃতা, লেখনী, সংস্কৃতি চর্চা, শরীর চর্চা ও সাধারণ জ্ঞান প্রতিযোগিতার আয়াজেন করে সামসাময়িক বিষয়ে আরো সজাগ ও সচেতন করে গড়ে তোলার প্রয়াস চালানো হয় । আবাসিক/ অনাবাসিক/ ডে-কেয়ার । উপরুক্ত উদ্দেশ্য ও লক্ষ্যকে সামনে রেখেই একাডেমির তা’লিম ও তরবিয়াতের কার্যক্রম গ্রহণ করেছে। আপনার সন্তানের স্বপ্নীল ভবিষ্যৎ বিনির্মাণে হযরত ফাতিমা রা.একাডেমি কুবাজপুর. হতে পারে আপনার আস্থা ও নির্ভরতার ঠিকানা। আপনার সঠিক সিদ্ধান্তই দিতে পারে সন্তানের সুন্দর আগামীর নিশ্চয়তা। সচেতন প্রয়াসে গড়ে উঠতে পারে শিশুর জীবনের সোনালী সৌধ। একাডেমির অগ্রযাত্রায় সকলের সম্মিলিত প্রচেষ্টা ও দোয়ার কোন বিকল্প নেই। তাই একাডেমির সার্বিক অগ্রগতি ও উত্তরোত্তর সমৃদ্ধির জন্য সকলের দোয়া ও আন্তরিক সহযািেগতা কাম্য। আল্লাহ আমাদের সবাইকে তাঁর দ্বীনের জন্য কবুল করুন! আমীন। |