হিফজুল কুরআন বিভাগ

হিফয বিভাগের বৈশিষ্ট্য:

    • শিশুদের সহজ-সরল ও বন্ধুসুলভ উপায়ে শিক্ষাদান।
    • স্বল্প সময়ে হিফয সম্পন্ন করার আন্তরিক প্রচেষ্টা।
    • বোর্ডের অধীনে হাফেয ছাত্রদের পরীক্ষার ব্যবস্থা।
    • কুরআন ও সুন্নাহর আলোকে আমল আখলাক গঠন।
    • সুদক্ষ হাফেয ও ক্বারী সাহেবান দ্বারা পাঠদান।
    • সুন্দর ও সুললিত কণ্ঠে তিলাওয়াত শিক্ষার জন্য অডিও ভিজ্যুয়াল পদ্ধতিকে আন্তর্জাতিক মানসম্পন্ন হাফেয ও ক্বারীদের তিলাওয়াত অনুশীলন।
    • জাতীয় ও আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণের উপযোগী করে গড়ে তোলা।
    • হিফযের সাথে নির্দিষ্ট সময়ে পরিমিত বাংলা ও ইংরেজির জন্য হোমওয়ার্ক করানো হয়।
    • প্রত্যেক ছাত্রকে প্রতিদিনের লেখাপড়ার রিপোর্ট তৈরি করে শ্রেণি শিক্ষক ও শিক্ষা সচিবকে দেখাতে হয়। এসব রিপোর্ট সংরক্ষণ করা হয় এবং আলোচনা-পর্যালোচনা করে সংশ্লিষ্ট ছাত্রের লেখাপড়ার মান উন্নয়নের ব্যবস্থা নেয়া হয়।
    • হিফয বিভাগে সাপ্তাহিক শবীনার (রিভিশনের) যথাযথ ব্যবস্থা রয়েছে।